অসহনীয় তাপমাত্রা দক্ষিণ বঙ্গের জেলায় জেলায়

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ফের তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে গাঙ্গেয় বঙ্গে ।ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না ।দক্ষিণ ও উত্তর বঙ্গে এই শুস্ক আবহাওয়া আগামী কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর ।পুরুলিয়া তে সর্বোচ্চ ছিল ৪০.৩ পানাগড়ে , ৩৯.৯ ডায়মন্ড হারবারে ৩৯.৪,সল্ট লেকে ৩৮,দমদমে ৩৭.৬ আর কলকাতা তে ৩৬.৬।