খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইতিমধ্যে রাপিড টেস্ট কীটের ম্যান নিয়ে অভিযোগ তুলেছেন একাধিক রাজ্য ,রাজস্থান পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য রাপিড আন্টিবডি টেস্ট কীট নিয়ে অভিযোগ তুলেছে ,কীটগুলির রোগ নির্ণয় ক্ষমতা কম বলে অভিযোগ তুলেছে একাধিক রাজ্য সেই অভিযোগের ভিত্তিতেই আইসিএম আর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন এবং সেই সূত্র ধরেই দুইদিন রাপিড টেস্ট বন্ধ রাখতে বললো আইসিএমআর । প শ্চিমবঙ্গের মুখ্যসচিব আজ বলেন যে ওই কিটের ম্যান ভালো নয় ।