আইসিসি রাঙ্কিং প্রকাশ পেলো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দিনরাতের টেস্টে  সেঞ্চুরি পাওয়ার পরে আইসিসি  টেস্ট  রাংকিংয়ে  স্টিভ স্মিথের  সঙ্গে পয়েন্ট  পার্থক্য কমলো  বিরাট কোহলি । বর্তমানে  স্মিথ  ৯৩১ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে আছেন  এবং ৯২৮ পয়েন্ট পেয়ে বিরাট আছেন দ্বিতীয় স্থানে । চেতেশ্বর পূজারা এবং আজিঙ্ক্য  রাহানে  আছেন  যথাক্রমে  ৪এবং ৫ নম্বরে । ইন্দোরে  ডাবল  সেঞ্চুরি করার সুবাদে মায়াঙ্ক আগারওয়াল  উঠে  এসেছেন ১০ নম্বরে  এবং বেন স্টোকস  অলরাউন্ডার  হিসাবে ১০ নম্বরে  আছেন ।