খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে । এই জোটে শরিক হচ্ছেন শিবসেনা কংগ্রেস এবং এনসিপি । এই দিকে অজিত পাওয়ার ও দলে ফিরে এসেছেন । গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে । শরদ কন্যা সুপ্রিয়া সুলে অজিত পাওয়ারের এই গোটা ঘটনাতে অসীম ধৈর্যের পরিচয় দিয়ে তার ৫ ছুঁয়ে আশীর্বাদ নিলেন । অজিত ও বোন কে জড়িয়ে ধরলেন এবং বললেন দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবো ।