আগামী সোমবার বিক্রি হবে সোনা বন্ড

চলতি অর্থ বর্ষে সোনা বন্ডের দাম প্রতি গ্রাম ৫৯২৬ টাকা তে চূড়ান্ত করেছে কেন্দ্রীয় সরকার । যা কেনার জন্য সোমবার থেকে আবেদন করা যাবে ,ইস্যু খোলা থাকবে ৫ দিন ,২৭ জন প্রাপকদের নাম চূড়ান্ত হবে ।অনলাইনে আবেদন জানালে এবং ডিজিটাল পদ্ধতি তে দাম মেটালে প্রতি গ্রামে ৫০ টাকা করে ছাড় মিলবে ।