কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন ১৮ উর্ধ যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার হয়েছে এবং ৯ মাস হয়ে গিয়েছে তারা ১০ এপ্রিল থেকে সতর্কতামূলক ডোজ নিতে পারবেন ।প্রবীণ নাগরিক ,চিকিৎসা কর্মী ,করোনা যোদ্ধা যাদের নিখরচায় দ্বিতীয়ডোজ দেওয়া হয়েছিল ,তাদের সতর্কতা মূলক ডোজ ও নিখরচায় দেওয়া হবে ।কিন্তু সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে উপরি উক্ত ক্যাটেগরি ছাড়া যারাই covishilder সতর্কতা মূলক ডোজ নেবেন তাদের ৬০০ টাকা গুনতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...