আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ দেওয়া হবে দেশ জুড়ে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন ১৮ উর্ধ যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার হয়েছে এবং ৯ মাস হয়ে গিয়েছে তারা ১০ এপ্রিল থেকে সতর্কতামূলক ডোজ নিতে পারবেন ।প্রবীণ নাগরিক ,চিকিৎসা কর্মী ,করোনা যোদ্ধা যাদের নিখরচায় দ্বিতীয়ডোজ দেওয়া হয়েছিল ,তাদের সতর্কতা মূলক ডোজ ও নিখরচায় দেওয়া হবে ।কিন্তু সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে উপরি উক্ত ক্যাটেগরি ছাড়া যারাই covishilder সতর্কতা মূলক ডোজ নেবেন তাদের ৬০০ টাকা গুনতে হবে ।