কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন ১৮ উর্ধ যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার হয়েছে এবং ৯ মাস হয়ে গিয়েছে তারা ১০ এপ্রিল থেকে সতর্কতামূলক ডোজ নিতে পারবেন ।প্রবীণ নাগরিক ,চিকিৎসা কর্মী ,করোনা যোদ্ধা যাদের নিখরচায় দ্বিতীয়ডোজ দেওয়া হয়েছিল ,তাদের সতর্কতা মূলক ডোজ ও নিখরচায় দেওয়া হবে ।কিন্তু সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে উপরি উক্ত ক্যাটেগরি ছাড়া যারাই covishilder সতর্কতা মূলক ডোজ নেবেন তাদের ৬০০ টাকা গুনতে হবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...