আগামী ১৯ সে মার্চ সুনিতা ও উইলমোর পৃথিবীতে ফিরবে

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে ,আগামী ১২ মার্চ সুনীতাদের আইএস এস য়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন মহাকাশ যান ত্রু টেন তাতে থাকবে মহাকাশ চারি নাসার তরফে দুইজন এবং রাশিয়া ও জাপানের তরফে একজন করে ।তাদের মহাকাশের কাজ বুজিয়ে সুনিতা ও উইলমোর রওয়ানা দেবে পৃথিবীর উদ্দেশ্যে এবং সেই দিনটি ১৯ সে মার্চ হতে পারে বলে জানা যাচ্ছে ।