আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে ,আগামী ১২ মার্চ সুনীতাদের আইএস এস য়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন মহাকাশ যান ত্রু টেন তাতে থাকবে মহাকাশ চারি নাসার তরফে দুইজন এবং রাশিয়া ও জাপানের তরফে একজন করে ।তাদের মহাকাশের কাজ বুজিয়ে সুনিতা ও উইলমোর রওয়ানা দেবে পৃথিবীর উদ্দেশ্যে এবং সেই দিনটি ১৯ সে মার্চ হতে পারে বলে জানা যাচ্ছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...