আগামী ২৩ সে ডিসেম্বর জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :এই বছর  ২৩ সে  ডিসেম্বর দিল্লিতে  অনুষ্ঠিত হবে ন্যাশনাল  ফিল্ম  অ্যাওয়ার্ড । সেই অনুষ্ঠানে  এই বার  রাষ্ট্রপতির  বদলে  উপরাষ্ট্রপতি  ভেঙ্কাইয়াহ  নাইডু  প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন । উল্লেখ্য  গত  বছর  রাষ্ট্রপতি  রামনাথ কবিন্ড  মাত্র  ১১ জন কে নিজের হাতে  পুরস্কার তুলে দিয়েছিলেন ,বাকি পুরস্কার প্রাপকদের হাতে  পুরস্কার  তুলে দেন তৎকালীন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি । ৬০ জন পুরস্কার প্রাপক  এই দিন  এই সিদ্ধান্তের সেই দিন অনুষ্ঠান বয়কট করেছিলেন ,সেই জন্যই সিদ্ধান্ত ।