গত মঙ্গলবার জাপানের সুজুকি মোটরের প্রেসিডেন্ট তোশি হিরো সুজুকি জানান ,আগামী ৫-৭ বছরে ভারতে আরো ৭০ হাজার কোটি টাকা লগ্নির কথা । তার বড় অংশ খরচ হবে বৈদ্যুতিক গাড়ি লগ্নিতে । এদেশের পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা এবং বিকশিত ভারতের লক্ষের অংশীদার হবেন তারা । এই গাড়ির লিথিয়াম আয়রন ব্যাটারি তৈরির একাধিক কারখানা ভারতে তৈরি হবে । গতকাল
গুজরাটের হানসালপুরে তাদের কারখানা থেকে বৈদ্যুতিক ই ভিটারা রফতানি শুরু করলো কোম্পানি যার সূচনা করলো ভারতের প্রধানমন্ত্রী ।
আগামী ৭ বছরের মধ্যে ভারতে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মারুতি সুজুকি
On: Wednesday, August 27, 2025 10:29 AM






