আজ আবারো অনুব্রত কে তলব করলো ইডি সিজিও কমপ্লেক্সে

আজকে বেলা ১২ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ভোট পরবর্তী হিংসা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সিবিআই সিজিও কমপ্লেক্সে । অনুব্রতের আইনজীবী বলেন আমার মক্কেল অসুস্থ্য চেক আপের জন্য পিজি হাসপাতালেযাবেন তবে তা সত্ত্বেও তদন্তে সহযোগিতার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন ।উল্লেখ্য অনুব্রতের দেহ রক্ষী বাড়িতে গতকাল গরুপাচার মামলাতে তল্লাশি চালিয়ে সিবিআই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ।