আজ ও শেয়ার বাজার উঁচু তেই বন্ধ হলো

Gujarat Chief Minister Narendra Modi launches book BEYOUND A BILLION BALLOTS writen by Vinay Sahashrabudhe with Nitin Gadkari, Gopinath Munde at BSE (Bombay Stack Exchange) Mumbai on Thursday. Express photo by Ganesh Shirsekar, 27-06-2013,

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বুথ ফেরত সমীক্ষার দিন  শেয়ার বাজার  এনডিএ  ক্ষমতায় আসার ইঙ্গিত পেয়ে অনেক উঁচুতে ১৩০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে  বন্ধ হয়েছিল । আজ  নিফটি ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এবং সেনসেক্স ১৪০ পয়েন্ট উপরে থেকে দিন শেষ করে । শেয়ার বিশেষজ্ঞ রা  মনে করে কাল সকাল থেকে যদি  বিজেপি তথা  এনডিএ  এগিয়ে যাওয়ার দিকে ট্রেন্ড  থাকে তবে উর্ধমুখী থাকবে বাজার কারণ  দেশ  ও বিদেশী লগ্নি  কারীরা  সবসময় স্থায়ী  সরকারের দিকের চেয়ে  থাকে ।