আজ সোমবার বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় । মঙ্গলবার সেটি প্রবল ঝূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ।
মৌসম ভবন জানিয়েছেন মঙ্গলবার সেটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়বে । ঝড় আছড়ে না পড়লেও তার প্রভাব কম বেশি থাকবে বাংলার সব জেলা তে । ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর ,দুই দিনাজপুরে ঝাড়গ্রাম ,হাওড়া ,বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা সহ একাধিক জেলা তে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ও পূর্বাভাষ রয়েছে ।শুক্রবার উত্তরবঙ্গের পাহাড়ে ও ডুয়ার্সে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ থেকে আগামী শনিবার অব্দি বঙ্গে থাকবে ঝড় বৃষ্টির দাপট
On: Monday, October 27, 2025 12:48 PM






