দিল্লির জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর দেশে ভোটার তালিকা বিশেষ পরিমার্জন বা এস আই আরের ঘোষণা করা হতে পারে ধাপে ধাপে ।প্রথম দফা তে ১০-১৫ টি রাজ্যে এস আই আরের ঘোষণা হবে । তার মধ্যে ২০২৬ শালের বিধানসভা নির্বাচন হতে চলা পশ্চিমবঙ্গ -আসাম ,পুদুচেরি থাকবে ।দিল্লি তে এই নিয়ে কমিশন সাংবাদিক সম্মেলন করতে চলেছে আজকে । তৃণমূলের এস আই আরের ঘোষণা নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছেন ,সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলেছে ফয়সালা হয়নি ,তার মধ্যে কি ভাবে ঘোষণা হয় ।
আজ বিকেল ৪ টা নাগাদ ইলেকশান কমিশন ঘোষণা করবেন দিল্লিতে এস আই আর নিয়ে
On: Monday, October 27, 2025 12:50 PM






