আজ রাজস্থান বিধানসভা তে ২০০ আসনের জন্য ভোট গ্রহণ শুরু হলো ,১৮ শালের বিধানসভা তে কংগ্রেস পেয়েছিলো ১০০ এবং বিজেপি ৭৩ টি আসন ।জানা যাচ্ছে রাজস্থানে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে বিজেপি ।উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন,কংগ্রেসের তরফে অশোক গেহলট এবং সচিন পাইলট ।বিজেপির তরফে বসুন্ধরা রাজে দিয়া কুমারী ,রাজ্য বর্ধন রাঠোর সিপি জোশি এবং কিরোরি লাল মিনা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...