খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিএএ নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানা পোড়েনের মধ্যেই আজ দিল্লিতে শুরু হতে চলেছে বিএসএফ -বিজিবি উচ্চপর্যায়ের বৈঠক ,চলবে আগামী ৩০ সে ডিসেম্বর পর্যন্ত । আলোচনা হবে দুই দেশের মধ্যে জাল নোট ,গরু ,সোনা এবং ড্র্যাগ পাচার ও অনুপ্রবেশ রোখা নিয়ে । সম্প্রতি এক ভারতীয় জেলে ভুল করে বাংলদেশে ঢুকে পরে তাকে ছাড়াতে গিয়ে ঝামেলা তে জোড়ায় বিজিবি এবং বিএসএফ । এই বৈঠকে সেই বিষয়টি ও আলোচনা হবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...