আটক বিমান যাত্রী

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইন্ডিগোর  বিমানে  উঠে  বিক্ষোভ  দেখানোয়  ১২  জন  যাত্রীকে  আটক  করা  হল  রবিবার |চেন্নাই  থেকে  মাদুরাই  গামী  বিমানটি   মাড়ুয়াই  পৌঁছানোর  আগেই  আসন  থেকে  উঠে  দাঁড়িয়ে  স্লোগান  দিতে  থাকে  ” তেবর জাতি  গোষ্ঠীর ” ১২ জন। তাদের  দাবি  মাদুরাই  বিমান  বন্দরের  নাম   বদলে  তামিলনাড়ুর  রাজনৈতিক  ব্যক্তিত্ব   ” তেবরের  ”  নামে   রাখতে  হবে  ঐ   বিমান  বন্দরের  নাম ।