নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইন্ডিগোর বিমানে উঠে বিক্ষোভ দেখানোয় ১২ জন যাত্রীকে আটক করা হল রবিবার |চেন্নাই থেকে মাদুরাই গামী বিমানটি মাড়ুয়াই পৌঁছানোর আগেই আসন থেকে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে ” তেবর জাতি গোষ্ঠীর ” ১২ জন। তাদের দাবি মাদুরাই বিমান বন্দরের নাম বদলে তামিলনাড়ুর রাজনৈতিক ব্যক্তিত্ব ” তেবরের ” নামে রাখতে হবে ঐ বিমান বন্দরের নাম ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...