মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একনাথ শিন্ডের শিব সেনার হাত থেকে পুনরুদ্ধার করলো জাতীয় কংগ্রেস । ধারাভি বস্তি আদানি গোষ্ঠীর প্রকল্পের জন্য তুলে দেওয়া নিয়ে একটি বিতর্ক ছিল এই ভোটের প্রধান বিষয় ।শিন্ডে সরকারের এই প্রকল্প টির |বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছিলো কংগ্রেস ও অন্যান্য রা ।সেই ক্ষোভ কে কাজে লাগিয়েই কংগ্রেসের জ্যোতি গায়কোয়ার ২৩ হাজারের বেশি ভোট জিতেছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...