মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একনাথ শিন্ডের শিব সেনার হাত থেকে পুনরুদ্ধার করলো জাতীয় কংগ্রেস । ধারাভি বস্তি আদানি গোষ্ঠীর প্রকল্পের জন্য তুলে দেওয়া নিয়ে একটি বিতর্ক ছিল এই ভোটের প্রধান বিষয় ।শিন্ডে সরকারের এই প্রকল্প টির |বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছিলো কংগ্রেস ও অন্যান্য রা ।সেই ক্ষোভ কে কাজে লাগিয়েই কংগ্রেসের জ্যোতি গায়কোয়ার ২৩ হাজারের বেশি ভোট জিতেছেন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...