বৃহস্পতিবার ভারতীয় সময় ,বিকাল ৫ টা ৩৫ মিনিটে মহাকাশ কেন্দ্রে পৌঁছে গেলেন ভারতীয় নভোচারী শুভ্রানসু শুক্ল এবং তার দুই সঙ্গী । তারা এই প্রথম মহাকাশ অভিযানে গেলেন। তাদের নিজ হাতে বিশেষ ব্যাচ পরিয়ে দেন এক্সিম ৪ মিশনের কমান্ডার পেগ্গি উহিটসন ।পৌঁছেই ভারতবাসীদের জন্য বার্তা তে শুভ্রানসু বলেন “আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ঠিক মত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে গিয়েছি ।
আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছে গেলেন নভোচারী শুভ্রানসু শুক্ল
On: Friday, June 27, 2025 9:56 AM






