সদ্য সমাপ্ত পাঞ্জাব নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু হয়ে গিয়েছে ,জেতার জন্য যেইকোনো দল অথবা জোট
বন্ধনের দরকার ৫৯টি আসন ।এখন অব্দি আপ ৬টি আসনে এগিয়ে কংগ্রেস ৪ টি আসনে শিরোমনি অকালি দল ৪ টি আসনে বিজেপি ও অন্যান্যরা ৩ টি আসনে ।২০১৭ সালে আপ পেয়েছিলো ২০ টি আসন কংগ্রেস ৭৭ টি ,শিরোমনি আকালি দল ১৫টি এবং বিজেপি সমেত অন্যান্য রা ৫ টি ।