আবারো নাটক মহারাষ্ট্র বিধানসভায়

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  মহারাষ্ট্রের বিধানসভায় আবারো নাটকীয় মোর , এনসিপি নেতা অজিত পাওয়ার  যিনি নিজের দল  কে ধোঁকা  দিয়ে  বিজেপির হাত  ধরে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ,তিনি আবার  নিজের  দোল  এনসিপি  তে  ফিরে  গিয়ে নিজের হারানো আসন  ফিরে পাচ্ছেন । সব কিছু  ঠিক  থাকলে ৩০ সে  ডিসেম্বর এনসিপির নেতা অজিত পাওয়ার  উদ্ভব  ঠাকরের ডেপুটি পদে শপথ নিতে চলেছেন । এই সপ্তাহেই  মহারাষ্ট্রে  মন্ত্রী সভার বিন্যাস  করা হবে বলে  জানা গিয়েছে ।