আবারো শীর্ষ আদালতে চালু হলো মহিলা বিচারপতিদের বেঞ্চ

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : পাঁচ  বছর পরে আবারো সুপ্রিম কোর্টে  মামলা শুনবে শুধুমাত্র মহিলা বিচারপতিদের নিয়ে তৈরী বেঞ্চ  বিগত ২০১৩ সালে  ওই একই  বেঞ্চ বসেছিল বিচারপতি জ্ঞানসুধা মিশ্র এবং বিচারপতি রঞ্জনা  প্রকাশ দেশাই  কে নিয়ে ,আর  আগামী ৫ ই  সেপ্টেম্বর শীর্ষ আদালতের ওই বেঞ্চে  বসবেন বিচারপতি আর  ভানুমতি এবং বিচারপতি ইন্দিরা  বন্দ্যোপাধ্যায় ।