আমদানি শুল্ক ১৫% হবে মোবাইলের উপরে

মোবাইলের যেই সব ডিসপ্লে তে সিম ট্রে ,পাওয়ার কি ,স্পিকারের মত বাড়তি যন্ত্রাংশ যুক্ত থাকে ,সেই গুলিরআমদানিতে ১৫% শুল্ক বসবে বলে জানালো পরোক্ষ কর পর্ষদ ।এখন ডিসপ্লে আমদানিতে ১০% কর বসে এবং বাকি যন্ত্রাংশে তা লাগেনা ।এই ক্ষেত্রে বহু ভুল তথ্য দেওয়া হয় বলে জানালো কর পর্ষদ ।