আমূল দেশ জুড়ে লিটার প্রতি দুধের দাম বাড়ালো ২ টাকা করে

On: Thursday, May 1, 2025 10:22 AM

গতকাল থেকে সারা দেশ জুড়ে “গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং দুধের দাম বাড়ালো লিটার প্রতি ২
টাকা করে ,যা কার্যকর হলো গতকাল থেকে ” সংস্থার তরফে জানানো হয়েছে কাঁচামালের দাম বাড়াতে এই সিদ্ধান্ত নিতে হলো ।সংশ্লিষ্ট মহল বলছে,এর ফলে দেশের আমজনতা কে ভুগতে হবে ।খাবার পাত থেকে দুধের মত পুষ্টিকর খাদ্যের পরিমান কমাতে হবে অনেক কেই ।