দেশে গতমাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.০১%,কিন্তু বাস্তবে দেখা গিয়েছে রাজ্য গুলির মধ্যে মূল্যবৃদ্ধিরহারের পার্থক্য অনেকটা ।পশ্চিমবঙ্গের এই পার্থ্যক জাতীয় গড়ের থেকে অনেকটাই বেশি । এই অবস্থায় সারা দেশের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগপ্রকাশ করলো আরএসএস য়ের সাধারণ সম্পাদক।তিনি বলেন সরকারের উচিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা ,জোর দেওয়া হোক খাদ্যবস্ত্র এবং বাসস্থানের উপরে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...