আর জে ডি প্রার্থী বাছাইয়ের হার লালু প্রসাদের হাতে

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গত  শনিবার পাটনাতে  আর জেডি  দলের  সংসদীয়  কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে  আগামী  লোকসভা ভোটে  প্রার্থী বাছাইয়ের  হার লালু প্রসাদের হাতেই তুলে দেয়া হবে । উল্লেখ্য বর্তমানে তিনি রাঁচির  রিমস  হাসপাতালে  তিনি চিকিৎসাধিন  আছেন । জেল বন্দি  লালু  প্রসাদ  সুপ্রিম কোর্টে আবেদন করেছে ছাড়া  পাওয়ার জন্য ,তবে  ছাড়া  পেলেও  তিনি জেলে বসেই প্রার্থী বাছাই এবং টিকিট বন্টন করবেন ।