আর ১ বছর পরেই ভারত পেতে চলেছে কাশ্মীরে নতুন রেললাইন

শনিবার শ্রীনগরের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান ,দুর্গম হিমালয়ের পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে,১১১ কিমি পথের রেল লাইন নির্মাণের কাজ আগামী ফেব্রুয়ারী ২০২৪ সালের মধ্যেই শেষ হয়ে যাব । এই ১১১ কিমি পথের রেল লাইন নির্মাণের,কাজ শেষ হলেই সমতলের সঙ্গে ব্রড গেজ রেলপথে জুড়ে যাবে কাশ্মীর উপত্যকা ।