আলগাপুরে আক্রান্ত হাইলাকান্দি জেলা পরিষদের সিইও শান্তিকুমার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে গিয়ে দুষ্কৃতীদের রোষের মুখে পড়েছেন হাইলাকান্দি জেলা পরিষদের সিইও শান্তিকুমার সিংহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আলগাপুরে উন্নয়ন খন্ডে শুক্রবার দুপুরে।  এ ব্যাপারে আক্রান্ত সিইও আলগাপুর থানায় মামলা দায়ের করলেও এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি।  হাইলাকান্দি জেলা পরিষদের সিইও শান্তি কুমার সিংহ জানিয়েছেন ১৪ জুন যখন উনি টেন্ডার ডাকতে গিয়েছিলেন করেকটি দোকান ঘর বন্টনের জন্য, ফেরের সময় কিছু দুষ্কৃতী মিলে ওনার গাড়িতে হামলা চালায়।