খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মহারাষ্ট্র নবনির্মান সমিতির পক্ষ থেকে তাদের মুখ্যপাত্র সিরিশ সাওয়ান্ত জানান আসন্ন লোকসভা নির্বাচনে প্রতি দ্বন্দ্বিতায় থাকবেন না তাদের দল ,আজ মহারাষ্ট্রে এমএন এস এক বিশাল সভার আয়োজন করেছে ,সম্ভবত ওই সভা থেকেই এমএনএসের প্রধান রাজ্ ঠাকরে আসন্ন লোকসভা নির্বাচনে এনসিপি কে সমর্থনের কথা ঘোষণা করতে পারেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...