খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার রাত পর্যন্ত অসমে ২৬৮৯ দেহে covid ১৯ পসিটিভ ধরা পড়েছে ।পাশাপাশি এই দিন মৃত্যু হয়েছে ৬ জনের ।তার ফলে করোনা তে আক্রান্ত হয়ে এই রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৩২,নতুন আক্রান্ত দের নিয়ে এই রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫,৪৯৬ জন ।নতুন আক্রান্তের মধ্য রয়েছে কামরূপ মেট্রো জেলার রয়েছে ৪৪১ জন এবং কামরূপ গ্রামীণ জেলার রয়েছে ২৬৫ জন ,এই ছাড়াও কাচার জেলাতে রয়েছে ২৫০ জন এবং নওগাঁয় তে রয়েছে ১৭২ জন ।