আসামে বিজেপির হাত ছাড়লো অগপ

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্কের  :  লোকসভা নির্বাচনে মাত্র কয়েক মাশ  আগে  আজ আসামের  অসম  গণ  পরিষদ ,নাগরিক পঞ্জির বিরোধিতা করে ,বিজেপিজোট ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বললো । প্রসঙ্গত আসামের ওই নাগরিক পঞ্জিতে ৪০ লক্ষ লোকের নাম বাদ  গিয়েছে । এই সিদ্ধান্তে আসাম  রাজ্য  সরকারের  উপরে কোনো প্রভাব না পড়লেও বিজেপির  নেতৃত্বধীন  জোট ছেড়ে অগপ  বেরিয়ে যাওয়া চিন্তা বাড়িয়ে দিলো শাসকদের ।