আয়কর দাতার সংখ্যা বাড়তে পারে – মন্তব্য অর্থমন্ত্রীর

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  অর্থমন্ত্রী বলেন যে ১৮-১৯ অর্থবর্ষে সম্ভাব্য আয়কর দাতাদের সংখ্যা বেড়ে  ১২ কোটি হতে পারে । তার  বক্তব্য তিনি বলেন দেশে  ২৫ কোটির মত  পরিবার রয়েছেন আয়করের  আওতায় । ২০১৪ সালে  আয়কর রিটার্নের  সংখ্যা ছিল ৩.৮ কোটি ,গত অর্থবর্ষে তা ছিল প্রায় ৭ কোটি এটাই আগামী দিনে বেড়ে দাঁড়াবে ১২ কোটির মত ।