ভারত-বাংলাদেশের চাপানউত্তরের মধ্যেই এইবার ঢাকার উপরে চাপ বাড়িয়ে আমেরিকা ,বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার । বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা ।তার ফলে বিপাকে পড়লো আমেরিকা ,সব চেয়ে তাৎপর্য্য পূর্ণ হলো রোহিঙ্গা দের বাংলাদেশে রাখার জন্য টাকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ,এইবার থেকে আর সেই সুবিধা পাবে নাইউনিস সরকার ।