খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আই এল এন্ড এফ এস এর কোহিনুর সিটি যেন এল এর অর্থ তছরুপের রূপের মামলায় ইডির মুম্বাইয়ের দফতরে হাজিরা দিলেন মহারাষ্ট্রের ” এম এন এস ” দলের প্রতিষ্ঠাতা রাজ্ ঠাকরে ও তার পরিবার । তাদের হাজিরা ঘিরে বিক্ষোভের আশঙ্কায় মুম্বাইয়ে ইডির কার্যালয়ের সামনে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন। তবে আজ মুম্বাই বন্ধনের ডাক দিয়ে ও তা প্রত্যাহার করে নিয়েছে এম এন এস ( মহারাষ্ট্র নব নির্মাণ সমিতি)।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...