নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইডি বাজার থেকে তোলা এমপিএসের ২৬০০ কোটি টাকার হিসাব নিতে এমপিএস মামলার প্রথম চার্জশিট জমা দিলো নগর দায়রা আদালতে ইডির বিশেষ কোর্টে বিচারকের কাছে । উল্লেখ্য বিচারক এমপিএস কর্তা প্রমথ কুমার মান্না কে আগামী ১৫ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ,ইডি তাদের চার্জশিটে তার স্ত্রী এবং দুই মেয়ে এবং ভোলানাথ দাশ নামক এক ব্যবসায়ীকে অভিযুক্ত করেছেন এদের সকল কে আগামী ১৫ জানুয়ারি আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
ইডি চার্জসিট জমা দিলো এমপিএসের কর্ণধারের বিরুদ্ধে কোর্টে
On: Tuesday, December 18, 2018 10:13 PM






