ভারতের তৈল মন্ত্রী হারদ্বীপ সিংহ পুরি জানান ,পেট্রোলের সঙ্গে ইথানলের মত জৈব জ্বালানি মেশানোর হাত ধরে,ভারত এক দশকে আমদানি খাতে ১.০৬লক্ষ্য কোটি টাকা বাঁচাতে পেরেছে ।সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন এখন পেট্রোলের সাথে ১৫% ইথানল মেশানো হয় ,চেষ্টা চলছে ২০২৫ শালের মধ্যে তা ২০% নিয়ে যাওয়া ।এক সভা থেকে সভা পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি জানান ডিজেলে ১৫% ইথানল মেশানো নিয়ে গবেষণা প্রায় শেষ পর্যায়ে ,তা হলে পর ভারতের টাকা আরো বাঁচবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...