ভারতের তৈল মন্ত্রী হারদ্বীপ সিংহ পুরি জানান ,পেট্রোলের সঙ্গে ইথানলের মত জৈব জ্বালানি মেশানোর হাত ধরে,ভারত এক দশকে আমদানি খাতে ১.০৬লক্ষ্য কোটি টাকা বাঁচাতে পেরেছে ।সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন এখন পেট্রোলের সাথে ১৫% ইথানল মেশানো হয় ,চেষ্টা চলছে ২০২৫ শালের মধ্যে তা ২০% নিয়ে যাওয়া ।এক সভা থেকে সভা পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি জানান ডিজেলে ১৫% ইথানল মেশানো নিয়ে গবেষণা প্রায় শেষ পর্যায়ে ,তা হলে পর ভারতের টাকা আরো বাঁচবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...