ইন্ডোর স্টেডিয়ামের পর্যটন মেলা তে প্রায় বিশ হাজার লোক এসেছিলো

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিন দিন ব্যাপী চলা পর্যটন মেলা শেষ হলো সাফল্যের সাথে ।অংশ নিয়েছিল টমাস কুক ,আরোহীর ,এস ওটিসি র মত শতাধিক সংস্থা ।এই ছাড়াও মহারাষ্ট্র ,মধ্য প্রদেশ ,কেরালা ,তেলেঙ্গানা ,মেঘালয়ের বিহারকেরল ও ঝাড়খন্ড ট্যুরিসিমের পর্যটন বিভাগ ও যোগ দেয় । এই তিন দিনে পর্যটন মেলা তে লো হয়েছিল ২০,০০০ রের ও বেশি ।উদ্যোক্তাদেরপক্ষে জানানো হয় আগামী বছর জুন মাসেও মেলা বসবে ।আরোহীর তরফে কিংশুক কর জানান পর্যটনে আসা প্রত্যেক ব্যক্তিকে তারা তাদের সংস্থার তরফে ধন্যবাদ জানাচ্ছে ।