প্রভিডেন্ট ফান্ডে বেশি পেনশন পাওয়ার জন্য ২১,৮৮৫ টি আবেদন মঞ্জুর করেছেন ইপিএফ ও ।ইস্যু করেছে পেনশন পেমেন্ট অর্ডার ।সোমবার লোকসভা তে প্রশ্ন উত্তরে লিখিত ভাবে কেন্দ্র জানান ১.৬৫ লক্ষ্য সদস্য কে বাড়তি পেনশন পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ জমা করতে বলা হয়েছে প্রকল্পে ,জমা পড়েছে মোট ১৭.৪৮ লক্ষ্য আবেদন ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...