মেইতেই নেতা কানন সিংহের গ্রেপ্তারের প্রতিবাদে গত শনিবার রাত থেকেই অগ্নিগর্ভ ইম্ফল ।কেন্দ্রীয় সরকার
ইম্ফল উপত্যকা তে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছেন । মনিপুর পুলিশের হেড কনস্টেবলে কানন সিংহ অনেক দিন ধরেই মেইতেই জঙ্গি সংগঠনের হয়ে অস্ত্র লুট এবং জঙ্গি প্রশিক্ষণের মত কাজে জড়িয়ে ছিল । তাকে গ্রেপ্তার করার জন্যই জ্বলে ওঠে মেইতেই সম্প্রদায়ের জঙ্গি বাহিনী পুড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর বাস ।