দীর্ঘ দিন পরে আয়োজিত হতে চলেছে গ্রাউন্ড জিরো ছবির প্রথম প্রদর্শনী ।রীতিমত রেডকার্পেট অনুষ্ঠান
করে এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হচ্ছে ।একশান ধর্মী গ্রাউন্ড জিরোর মুখ্যচরিত্রে আছে ইমরান হাসমি ।তাকে বিএসএফ কম্মান্ডান্ট ধার দুবের চরিত্রে দেখা যাবে ।জৈশ মোহাম্মদের কমান্ডার এবং পার্লামেন্ট হামলার নেপথ্য কারিগর গাজী বাবার বিরুদ্ধে একশান নিয়ে এই ছবির চিত্র নাট্য ।