ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলাতে সানলাইট হাউসিং ডেভেলপমেন্টের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট ।তার মধ্যে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক আবাসন । এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এই মামলার সাথে এইচ ডি আইএল প্রোমোটার রাকেশ ও স্মরণ ওয়াডওয়ানের যোগাযোগ রয়েছে ।