ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ জালিয়াতি মামলাতে নাম জড়ালো সানলাইট হাউসিং ডেভেলপমেন্টের

ইয়েস ব্যাঙ্ক থেকে  নেওয়া  ২০০ কোটি টাকা ঋণ  জালিয়াতি মামলাতে সানলাইট হাউসিং ডেভেলপমেন্টের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট ।তার মধ্যে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক আবাসন । এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এই মামলার সাথে এইচ ডি আইএল  প্রোমোটার  রাকেশ ও স্মরণ  ওয়াডওয়ানের  যোগাযোগ রয়েছে ।