খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা ভারত জুড়ে পেঁয়াজ কোথাও ১০০ তো কোথাও ১২০ কেজি দরে বিক্রি হচ্ছে ।গেরস্তের বাড়ি তে চুরি করতে এসে চোর দামি জিনিসের বদলে নিয়ে যাচ্ছে বস্তা ভর্তি পেঁয়াজ ।একটি আজব ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। মহারাষ্ট্রের নাসিক থেকে ১ লরি ভর্তি পেঁয়াজ যাচ্ছিলো গোরকপুরে যার বাজার মূল্য ছিল ২০ লক্ষ্য টাকা । সেটি হটাৎ মাঝপথে লরি থেকে গায়েব হয়ে যায় ।পেঁয়াজের মালিক শিবপুরি পুলিশস্টেশনে লরি চালক জাভেদের নামে এফআইআর দায়ের করে । পরে পুলিশ লরির হদিশ পেলেও চালক বেপাত্তা ।