উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী করোনা পসিটিভ হলেন

গতকাল  একই দিনে করোনা পসিটিভ হিসাবে ঘোষণা করা হলো  যোগী আদিত্যনাথ  ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব  কে । জানা গিয়েছে শরীরে একাধিক উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে  আছেন যোগী ।অপরদিকে অখিলেশ ও জানান তার রিপোর্ট পসিটিভ ।উল্লেখ্য করোনা মোকাবিলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই এই  দুই শিবির নিজেদের মধ্যে বিতর্কে ছিলেন ,যোগীর দাবি ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে অখিলেশ দাবি করেন রাজ্য করোনা মোকাবিলাতে ব্যর্থ ।