খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন বিমানবন্দরে জেটের জন্য যে জায়গায় বরাদ্দ করা হয়েছিল তা খালি করে দেয়ার চিঠি দিয়েছে জেট কে । তবে দিল্লি এবং মুম্বাইয়ের মত বেসরকারি বিমানবন্দর গুলি এখনই খালি করার কথা জানায়নি জেট কে । বিমানবন্দর কর্তৃপক্ষের জায়গায় খালি করার এই চিঠি তে চাপ বেড়েছে জেট কর্তৃপক্ষের উপর । কলকাতা বিমানবন্দরে জেটের জন্য বরাদ্দ চেকিং কাউন্টার নিতে আগ্রহ প্রকাশ করেছে এয়ার এশিয়া এবং স্পাইস জেট ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...