ঋণ খেলাপীদের তালিকা দাবী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কংগ্রেস  মুখপাত্র  অভিষেক  মনু  সংভি  গত  কাল     নয়াদিল্লীতে   এক  সাংবাদিক  সম্মেলন  করে  অভিযোগ  করেন  তথ্য  জানার  অধিকার  আইনে  ঋণ   খেলাপীদের   তালিকা  প্রকাশ  করতে  শেষ  বারের  মত  রিজার্ভ  ব্যাঙ্ক  অফ  ইন্ডিয়াকে  দিল  সুযোগ দিলো সুপ্রিম  কোর্ট ।এই  অস্ত্রকে  হাতিয়ার  করে  কংগ্রেস  অভিযোগ  করেন   যে  ১০০  জন  বড়  ঋণ   খেলাপীর     তালিকা  প্রকাশ  না  করার  ক্ষেত্রে  আর  বি.আই.  ও  কেন্দ্রীয়  সরকারের  মধ্যে  এক  গোপন  বোঝা  পড়া  হয়েছে ।