ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে ৫০% শুল্ক ও জরিমানা চাপানোর ফলে শিল্প ক্ষেত্রে ত্রাহি ত্রাহি রব উঠেছে । নরেন্দ্র মোদীর সরকার আশা নভেম্বরের মধ্যে দুই দেশের এর বোঝা কমে যাবে । মোদির জন্মদিনে ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছিলেন ।কিন্তু সব আশা তে জল ঢেলে এইচ ১বি ভিসা তে বছরে ১লক্ষ্য ডলার ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার । তার ফলে আমেরিকা তে
কর্মরত বহু ভারতীয় পেশাদার দিশে হারা ।আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন “আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য বাইরের লোক আনা বন্ধ হোক ,এটাই আমাদের নীতি ।