এইবার কণ্ঠস্বরের নমুনা চাওয়া হবে কুন্তল ঘোষের কাছে -সিবিআই

শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল বিচার ভবনে ।সিবিআই আদালতে জানায় প্রাথমিক মামলার তদন্ত করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য তাদের হাতে এসেছে । সেই গুলো যাচাইয়ের জন্য কুন্তল ঘোষের নমুনা প্রয়োজন ,নমুনা সংগ্রহের অনুমতি দেন সিবিআই আদালতের বিচারক ।