গত সোমবার লোকসভা তে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানান জিএসটি ফাঁকির অভিযোগে নেমে সরকার ১১ টি
ক্রিপ্টো কারেন্সি এক্সচেন্জের থেকে জরিমানা ও শুধ সহ ৯৫.৮৬ কোটি টাকা উদ্ধার করেছে । তার মধ্যে ফাঁকি দেওয়া হয়েছে ৮১.৫৪ কোটিটাকার । এই সংস্থা গুলির মধ্যে রয়েছে কয়েন সুইচ কুবের , জান মাই ল্যাব ,উনো কয়েন ,কয়েন সিডিএক্স ,সিকিওর বিটকয়েন ট্রেডার ইত্যদি ।