এই বছর থেকে ফি বাড়ছে আই আই এমে ২ লক্ষ্য টাকার মত

অতিমারীর আবহাওয়া তে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এমবিএ প্রধান পাঠক্রমের
খরচ কিছু বাড়ায়নি পাশাপাশি ক্যাম্পাসে কোনো সমাবর্তন অনুষ্ঠান কিছু হয়নি ,যা হয়েছিল তা অনলাইনে । গত শুক্রবার থেকে আবারো ফিরেছে পুরোনো নিয়ম প্রচলিত রীতিতে ।গতকাল আইআই এমসির বোর্ড অফ গভর্নরস মূল দুই বছরের এমবিএ পাঠক্রমের ফি দুই লক্ষ্য
টাকা বাড়িয়ে ২৫ লক্ষ্য টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ।