এই বার বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেলেন সুপারষ্টার রজনীকান্ত

গতকাল কপিল দেব ,শচীন তেন্ডুলকর ,ও অমিতাভ বচ্চনের পরে তামিল চলচিত্র জগতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের হাতে তুলে দেওয়া হলো “আসন্ন বিশ্বকাপের গোল্ডেন টিকিট “।তাকে সেই টিকিট তুলে দিয়েছে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ ।সমাজমাধ্যমে এই টিকিট দেওয়ার ছবি প্রকাশিত হয়েছে ।