একটি বেসরকারি ব্যাঙ্ক এবং মিডিয়া সংস্থার উদ্যোগে তৈরি হলো সঞ্জীবনী

করোনা  দ্বিতীয় ঢেউ থেকে  দেশবাসী কে বাঁচাতে এবং সংক্রমণ আটকাতে  আর সুরক্ষিত থাকতে ,ঠিক  কি কি করণীয় , এখন সেই সম্পর্কে মানুষ কে সচেতন করতে নেটওয়ার্ক ১৮ এবং ফেডারেল  ব্যাঙ্ক মিলে  একটি ক্যাম্পেইন শুরু করেছে যার নাম সঞ্জীবনী এ শর্ট  অফ লাইফ ।আজকে চন্ডিগড়ের   সঞ্জীবনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ,তিনি জানান ইতিমধ্যে দেশে ৮ কোটি ৩০ লক্ষ্য  লোক টিকার ডোজ নিয়েছে ।